স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা মোঃ বিল্লাল হোসেন তপদার ইন্তেকাল করেছেন।
২১ জুন শুক্রবার বিকাল সাড়ে ৫টায় তিনি ইন্তেকাল করেন, ইন্নাল্লিাহি …রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ৩ ছেলে ১ মেয়েসহ নাতী নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন তপদারের কফিনে জাতীয় পতাকা মুড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খাঁন ও চাঁদপুর মডেল থানা পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন তপদার নিজ বাড়িতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
জানাযার নামাজের পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খাঁন, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, সমাজ সেবক রফিকুল ইসলাম খোকন মল্লিক, অ্যাডঃ মোঃ আজাদ হোসেন প্রমুখ।
জানাযার নামাজে ঈমামতি করেন শাহতলী কামিল মাদ্রাসার অধ্যক্ষ বেলাল হোসাঈন। জানাযা শেষে শিক্ষক ও মুক্তিযোদ্ধা বিল্লাল তপদারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিক্ষক ও মুক্তিযোদ্ধা বিল্লাল তপদারের মৃত্যুকে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভনিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবরের প্রতিষ্ঠাতা সম্পাদক সোহেল রুশদী,শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী,
৫নং ওয়ার্ড মেম্বার জিয়াউর রহমান তপদার, শাহতলী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল মতিন তপদার ভুট্টু, সিনিয়র শিক্ষক মোহাম্মদ আলী জিন্নাহ, ৩৭নং পশ্চিম ভাটেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুল ইসলাম, সহকারী শিক্ষিকা নারগিস সুলতানা, এবিএম সাইফুল ইসলাম। তারা মরহুমের বিদ্রেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসমন্ত পরিবারের প্রতি গভীর সমবেধনা জানিয়েছেন।