চাঁদপুরে ভয়ংকর রাসেল ভাইবার সাপ ছোবল দিতে এসে মারল এক নারী

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের গ্রামাঞ্চল চলাঞ্চল, বাঁশ ঝাড় ও জঙ্গলে রাসেল ভাইপার সাপের উপদ্রব বেড়েছে। এই ভয়ংকর সাপের আতঙ্কে নির্ঘুম দিন কাটাচ্ছে চাঁদপুরের মানুষ। সারা বাংলাদেশের ন্যায় সবচেয়ে বেশি সাপ ইতিপূর্বে চাঁদপুরের পাওয়া গিয়েছে।

রাসেলস ভাইপার সাপের বাচ্চা ছোবল দিতে আসলে তাকে মেরে এক নারী সাহসিকতার পরিচয় দিয়েছে।

এর পূর্বে পাঁচটি সাপ নিজে একাই মেরেছে বলে জানায় সেই নারী। চাঁদপুর পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড দক্ষিণ আশিকাঠী বেসিক শিল্পনগরীর পিছনে ভোলান্তর খান বাড়ির সামনে জঙ্গল থেকে বের হয়ে এসে ছোবল দেওয়ার চেষ্টা করে। এ সময় এলাকার কিশোর ও শিশুরা চিৎকার করলে তাৎক্ষণিক সেই নারী এসে লাঠি দিয়ে রাসেল ভাইপার সাপের বাচ্চাটি মেরে ফেলে।

রবিবার দুপুরে রাসেলস বাইপার সাপ মারার খবর শুনে এলাকার শত শত মানুষ দেখার জন্য এসে ভিড় জমায়।

ভয়ঙ্কর এই সাপটির ছোবলে ইতিপূর্বে বাংলাদেশে অনেক মানুষ মারা গিয়েছে। সাপের বাচ্চা পেলেও বড় রাসেল ভাইপার সাপ সেখানে রয়েছে বলে জানায় স্থানীয়রা। অতি দ্রুত সেখানে লুকিয়ে থাকা রাসেল ভাইপার সাপ ধরার জন্য সংশ্লিষ্ট দপ্তরের প্রতি অনুরোধ করছেন এলাকাবাসীর।

এর পূর্বে চাঁদপুর শহরের জামতলা মাদ্রাসা রোড, তরপুচন্ডী ইউনিয়ন, রাজরাজেশ্বর , হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়ন থেকে রাসেল ভাইপার সাপ ধরা হয়েছে। ইতিপূর্বে হাইমচর আনন্দবাজার এলাকায় একটি রাসেলস ভাইপার সাপ মারার পর তার পেট থেকে ১৮ কোটি বাচ্চা বের হয়।

এই ভয়ংকর সাপ রাসেল ভাইপারের আতঙ্কে এখন নিরগুম রাত কাটাচ্ছে চাঁদপুরবাসী।

সম্পর্কিত খবর