চাঁদপুর খবর রির্পোট: ২৪তম এফবিআই ন্যাশনাল একাডেমি অ্যালামনাই এশিয়া প্যাসিফিক চ্যাপ্টার রিটেইনার কনফারেন্সে যোগদানের নিমিত্তে সপ্তাহব্যাপী এক সরকারি সফরে ভিয়েতনাম গেলেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম (বার)।
২১জুন রাতে ভিয়েতনামের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ তাগ করেন। যুক্তরাষ্ট্রস্থ ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জাতীয় একাডেমি থেকে গ্রাজুয়েট হওয়া এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৪৯টি দেশ থেকে শতাধিক পুলিশ কর্মকর্তা উক্ত সম্মেলনে যোগ দিবেন।
উক্ত সফরে সর্বাঙ্গীণ কল্যাণ ও সফলতার জন্য চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম বার সকলের নিকট দোয়াপ্রার্থী।