চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের সাবেক অভিভাবক বড় শাহতলী গ্রামের নিবাসী শাহতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মফিজ মিজির জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৯জুন (বুৃধবার) সকাল ৯টায় শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের শ্যালক বিষ্ণুদী মাদরাসার শিক্ষক মাও: আবু তাহের। জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাযার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার শিক্ষক মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
এসময় আরো বক্তব্য রাখেন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: কামাল হাজী, সমাজসেবক মো: মাহবুবুল আলম খান বদু, মরহুমের ভাই মো: সেলিম মিজি, মরহুমের বড় ছেলে মো: সাইফুল মিজি।
জানাযার নামাজে অংশগ্রহন করেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক হাফেজ জাকির হোসেন তপাদার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুরর রব মাষ্টার, ডিবি কর্মকর্তা সাইফুল কবির চৌধূরী, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান মো: আব্দুস সাত্তার মাস্টার, ৬নং মৈশাদী ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক সরকার, বীর মু্ক্তিযোদ্ধা মো: হারুন বিডিআর, শাহতলী কামিল মাদরাসার আরবী প্রভাষক মাওলানা নাজির হোসাইন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, ৪নং ওয়ার্ডের মেম্বার মো: বিল্লাল হোসেন খান, স্থানীয় কামাল হাওলাদার, শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী,
২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: জাহাঙ্গীর খান, সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ মিজি, স্টেশন দরগাহ জামে মসজিদ কমিটির সেক্রেটারী শাহতলী বাজারের ব্যবসায়ী মো: কাসেম মিজি, শাহতলী বাজারের সাবেক ব্যবসায়ী আলী আশ্রাফ মজুমদার, স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, শাহতলী বিআরএস ব্রিক ফিল্ডের সহকারি ম্যানেজার মো: আবুৃল হোসেন গাজী, স্টেশন দরগাহ জামে মনজিদের সাবেক খতিব মাওলানা আব্দুল বারী।
জানাযার নামাজে আরও অংশগ্রহন করেন বিশিষ্ট ব্যবসায়ী মো: কামরুজ্জামান, কাতার প্রবাসী মো: আবু ইউসূফ, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: আক্তার হোসেন পাটওয়ারী, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের নেতা মো: ইসমাঈল, বিশিষ্ট ব্যবসায়ী মো: খায়রুল বাসার, শাহতলী বাজারের ব্যবসায়ী আব্দুর রশিদ মেম্বার, ৬নং মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মো: আমির খান, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: হেলাল, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: কালু কবিরাজ, শাহতলী কামিল মাদরাসার সাবেক শিক্ষক মো: দেলোয়ার মাষ্টার, স্থানীয় মো: হেলাল সরকার, শাহতলী বাজারের ব্যবসায়ী মো: হোসেন সরকার, স্থানীয় মো: বাবুল কারী,
স্থানীয় মো: লিটন মিজি, স্থানীয় মো: রিপন মিজি, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, শাহতলী বাজারের ব্যবসায়ী মো:।কাসেম বিডিআর, স্থানীয় মো: মানিক মুন্সি, শাহতলী বাজার ব্যবসায়ী মো: ইমন, স্থানীয় মো: নুরুল হক মুন্সি, ইট বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি, শাহতলী বাজারের ফার্নিচার মো: নুরুল ইসলাম মিজি, মরহুমের মেঝো ছেলে তাওহীদ মিজি, ছোট ছেলে মো: মোজাম্মেল মিজি সহ শতশত মুসল্লীগণ।
১৮জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় স্ট্রোক করে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।