শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং এর কোরবানির পশুর চামড়া নিলামে বিক্রি

স্টাফ রির্পোটার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসার লিল্লাহ বোডিং এ কোরবানীর চামড়া প্রকাশ্যে খোলা ডাকে বিক্রয় করা হয়েছে।

১৭জুন (সোমবার) ঈদ-উল-আজহার দিন সন্ধ্যায় মাদরাসার অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের পরিচালনায় প্রকাশ্যে ডাক (নিলাম) অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় উপস্থিত ছিলেন মাদরাসা গভর্নিং বডির সাবেক সেক্রেটারী মো: তাহের খান, মাদরাসার সিনিয়র মৌলভী মাওলানা মিজানুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ৪নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো: সফিক কারী,

অভিভাবক মো: কামাল খান, মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, কলেজ অফিস ইনচার্জ রানা সরকার, মাদ্রাসার অফিস সহকারী রিয়াদ মিজি, অফিস সহকারী শরীফ খান, শাহতলী বাজারের ব্যবসায়ী আমির গাজী, ব্যবসায়ী মো: আক্তার, ইট-বালু ব্যবসায়ী মো: জাহাঙ্গীর মিজি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন।

মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন জানান, লিল্লাহ বোডিং এর জন্য মোট ১৫৯টি গরুর চামড়া কালেকশন করা হয়। এসময় ডাকের মাধ্যমে প্রতিটি গরুর চামড়া ৫৫০টাকা করে ১৫৯টি চামড়া-৮৭,৪৫০টাকা বিক্রয় করা হয়।

মাদরাসার সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী জানান, গত কয়েক বছর প্রকাশ্যে নিলাম ডাকে চামড়া ক্রেতার উপস্থিতি হতাশাজনক। এ বছরও ক্রেতা নেই বললেই চলে। এলাকার মানুষ প্রচুর চামড়া মাদরাসার লিল্লাহ বোডিংয়ে দান করছে।কিন্তু আমরা মাদরাসা কর্তৃপক্ষ আশানুরুপ দাম পাচ্ছি না। সরকারের নিকট আকুল আবেদন চামড়ার নির্ধারিত মূল্য যাতে পেতে পারি তার উদ্যোগ নিবেন। তারপরও মাদরাসায় চামড়া দেওয়ার জন্য এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

সম্পর্কিত খবর