শাহতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মফিজ মিজির ইন্তেকাল

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলী জিলানী চিশতী কলেজের সাবেক অভিভাবক বড় শাহতলী গ্রামের নিবাসী শাহতলী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মফিজ মিজি ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।

গতকাল ১৮জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় স্ট্রোক করলে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল প্রায় ৬৫বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৩ছেলে ও ১মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

এদিকে, মৃত্যুর সংবাদ শুনে তাৎক্ষনিক মরহুমের বাড়িতে যান ও মরহুমের পরিবারের খোঁজখবর নেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় আরো দেখতে যান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি, স্টেশন দরগাজ জামে মসজিদ কমিটির সেক্রেটারী শাহতলী বাজারের ব্যবসায়ী মো: কাশেম মিজি সহ অন্যান্যরা।

এসময় উপস্থিত ছিলেন, মরহুমের ভাই মো: সেলিম মিজি, জামাতা সহ মরহুমের পরিবারের সদস্যবৃন্দ।

জানা যায়, মরহুমের জানাযার নামাজ ১৯জুন (বুধবার) সকাল ৯.০০ঘটিকায় শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

জানাযায় ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহন করার জন্য আহ্বান জানিয়েছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সাংবাদিক সোহেল রুশদী।

সম্পর্কিত খবর