শাহতলীতে ঈদ-উল-আজহা উদযাপন

স্টাফ রির্পোটার: চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলীতে যথাযোগ্য মর্যাদায় ১৭জুন সকাল ৮টায় (সোমবার) পবিত্র ঈদ-উল আজহা উদযাপিত হয়েছে।

ঈদের নামাজে ইমামতি করেন শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জাবের বিন মুহসিন।

নামাজ শেষে স্টেশন দরগাহ জামে মসজিদের খতিব হাফজে মাওলানা ইব্রাহিম এর পরিচালনায় মসজিদের উন্নয়নের বিষয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, মসজিদ কমিটির প্রধান উপদেষ্টা ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী।

তিনি বক্তব্যে বলেন, আজকে পবিত্র ঈদ-উল আজহা। এদিনে আমাদের আশে পাশে যারা প্রতিবেশি আছে, তাদের খোঁজখবর নিতে হবে। আপনাদের সকলের সহযোগিতায় মসজিদের বিভিন্ন উন্নয়ন হয়েছে। আপনাদের ছোট ছোট সহযোগিতায় মসজিদের উন্নয়নমূলক কাজ করতে হবে। এতে সকলে এগিয়ে আসতে হবে।

পরে শাহতলী জিলানী চিশতী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম এটি আহমেদ হোসেন রুশদী ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাডভোকেট মরহুম তাহের হোসেন রুশদীসহ রুশদী পরিবারের মৃত সদস্যদের কবর জিয়ারত করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদীসহ অন্যান্য মুসল্লিগণ।

ঈদ-উল-আজহার নামাজে অন্যদের মধ্যে অংশগ্রহন করেন, বগুরা হোটেল মম ইনা’র ম্যানেজার মো: রুবেল রুশদী, স্টেশন মসজিদ কমিটির সহ-সভাপতি লিটন মিজি, মসজিদ কমিটির সেক্রেটারী মো: কাশেম মিজি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি,

৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী), স্থানীয় মো: রিপন মিজি, স্থানীয় মজিবুর রহমান মজু, স্বাস্থ্য সহকারি মো: মোস্তফা মুন্সি, মানিক মুন্সি, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, শাহতলী কামিল মাদরাসার সাবেক শিক্ষক দেলোয়ার মাস্টার, স্থানীয় নুরুল হক মুন্সি সহ অন্যান্য মুসল্লিগণ।

সম্পর্কিত খবর