চাঁদপুর খবর রিপোর্ট : সাবেক পররাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষামন্ত্রী ও মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা: দীপু মনি এমপি চাঁদপুর সদর ও হাইমচর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
তিনি এক শুভেচ্ছাবার্তায় বলেন, ঈদ আনন্দ আমরা ভাগাভাগি করে নেই। হালাল পশু কোরবানি দেয়ার পাশাপাশি নিজের ভেতরের পশুবৃত্তিকেও যেনো আমরা কোরবানি দেই। আর তখনই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা আমাদের মাঝে প্রতিফলিত হবে। আমরা ঈদের খুশি উদ্যাপন করবো। জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে প্রত্যেকে ঈদ আনন্দ উপভোগ করুক এ প্রত্যাশা করছি।
সাম্য ও সম্প্রীতির চেতনায় আনন্দমূখর হয়ে উঠুক শ্রেণি পেশা নির্বিশেষে সকলের জীবন। ঈদের আনন্দে পূর্ণ হোক বাংলার প্রতিটি ঘর। সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন মঙ্গলময় হোক। সকলকে ঈদ মোবারক।