স্টাফ রিপোর্টারঃ চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিষ্ট্রেশন নং চট্ট ১২২০) শ্রমিক ইউনিয়নের মৃত ১৫ জন শ্রমিক পরিবারের মাঝে ২০০০০ হাজার টাকা করে মোট ৩ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুন ) বিকেলে চাঁদপুর আন্তঃজেলা পৌর বাস টার্মিনাল ভবনে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর মেয়র এড. জিল্লুর রহমান জুয়েল।এসময় চেক বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলো জেলা বাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটোয়ারী দুলাল,সাধারণ সম্পাদক মোঃ শোয়েবুর রহমান,১৫নং ওয়ার্ড কাউন্সিলর এড. কবির হোসেন চৌধুরী, ফেরদৌস আলম বাবু,শ্রমিক প্রতিনিধি মো. বাদল গাজী ও আজিজ ঢালীসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিক নেতাকর্মীরা।