চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডে নতুন নির্মিত উত্তর রঘুনাথপুর মজিদ খান বাড়ি সড়ক উদ্বোধন করেছেন মেয়র জিল্লুর রহমান জুয়েল।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনি এই সড়কটি উদ্বোধন করেন। ১২ ফুট প্রস্থ এবং সাড়ে ৭শ’ ফুট দৈর্ঘ্য এই সড়কটির দ্বারা ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের জনগণ উপকৃত হবে।
রঘুনাথপুর ও পূর্ব জাফরাবাদ এলাকার মাঝে এই সড়কটির মাধ্যমে সংযোগ হলো। এর আগে এখানে কোনো রাস্তা ছিল না। বিশাল প্রশস্ত বিলের মাঝখান দিয়ে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি সড়ক নির্মাণের। এলাকার জনহিতৈষী এবং বিশিষ্ট আওয়ামী লীগ, নেতা সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ আলমসহ আরো কয়েকজন নিজেদের জায়গা দিয়েছেন এই রাস্তার জন্যে।
গতকাল মেয়র জিল্লুর রহমান জুয়েল ফিতা কেটে রাস্তাটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদ আলম মিল্টন, প্রচার সম্পাদক হাসান ইমাম বাদশা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, ২নং ওয়ার্ড কাউন্সিলর আঃ মালেক শেখ, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মোঃ হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এদিকে জনগুরুত্বপূর্ণ এই সড়কটি উদ্বোধন উপলক্ষে সে এলাকায় এদিন উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। নারী-পুরুষ, শিশুসহ এলাকার মানুষ সেখানে জড়ো হয়। তারা আনন্দ-উল্লাস করে। মেয়র জিল্লুর রহমান জুয়েলের প্রতি এলাকাবাসী কৃতজ্ঞতা জানান।