গতকাল( ১৩ জুন ) বৃস্পতিবার শাহতলী বাজারবাসী, মৈশাদী ও হামানকর্দ্দি গ্রামবাসীর অনুরোধে শাহতলী বাজারে গেটে কোরবানীর পশুর হাট (আজ ১৪ জুন শুক্রবার )বসানোর সিদ্ধান্ত গ্রহনে তাৎক্ষনিক শাহতলী বাজারে আ’লীগের সভাপতি লিটন সরকার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিণ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী। মতবিনিময় সভায় অংশ নেন মৈশাদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি লিটন সরকার,ইউপি মেম্বার ফারুক সরকার ,সাবেক ইউপি মেম্বার সফিক কারী ,ইজারাদার দিদার হোসেন মিজি, শাহতলীর বিশিষ্টজন,শাহতলী বাজারের ব্যবসায়ীবৃন্দ ।