আজ শাহতলী বাজারে বিশাল গরু-ছাগলের হাট

চাঁদপুর খবর রির্পোট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজারে আজ(১৪ জুন) শুক্রবার বিশাল কুরবানির পশুর (গরু-ছাগল) এর হাট বসবে।

গতকাল ১৩জুন (বৃহস্পতিবার) বাজারের ইজারাদার মো: দিদার হোসান জানান, শাহতলী বাজার গেইট সংলগ্ন রোডে আজ শুক্রবার কুরবানির পশু কেনা বেচা চলবে। ক্রেতা বিক্রেতাদের সুবিধার্থে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কোরবানির পশু ক্রয়-বিক্রয়ের জন্য সকল ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

জানা গেছে, প্রতিবছর ঐতিহ্যবাহী শাহতলী বাজারের গেইট থেকে কোরবানির পশু হাট বসে। এর ধারাবাহিকতায় এ বছরও কোরবানি পশু (গরু-ছাগল) এর হাট বসবে।

গত ৯জুন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক স্বাক্ষরিত এক চিঠিতে শাহতলী বাজার গরু-ছাগলের হাট বসানোর অনুমোদন দেওয়া হয়।

এদিকে, শাহতলী বাজারে কোরবানি পশু ক্রয়-বিক্রয় করার জন্য ক্রেতা-বিক্রেতাদের আহ্বান জানিয়েছেন ইজারাদার মো: দিদার হোসেন।

সম্পর্কিত খবর