হরিণাঘাট নৌ -পুলিশ ফাঁড়ির এস আই সাইফুলের বিরুদ্ধে বিস্তর অভিযোগ !

স্টাফ রিপোর্টার : চাঁদপুর হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়িতে বালু বোঝাই বলগেট সহ ২জন আসামি গ্রেফতার করে পুলিশ। আসামিদের কন্টাকে জামিনে ছাড়িয়ে নিতে মহরী আকাশকে নৌ পুলিশ ফাঁড়িতে ডেকে এনে উকিল পরিচয় দিয়ে পক্ষের কাছ থেকে বিকাশে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে এসআই সাইফুলের বিরুদ্ধে।

চাঁদপুর হরিনা নৌ পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম করতে শুরু করে। নৌ ফাঁড়ির ইনচার্জ অনিয়মের অভিযোগে হরিনাঘাট নৌ পুলিশ ফাঁড়ি থেকে বদলি হওয়ার পর এসআই সাইফুল বেপরোয়া হয়ে উঠেছে। নদীতে কারেন্ট জাল সহ জেলে আটক করে সেখানেই টাকার বিনিময়ে ছেড়ে দিয়ে জাল বিক্রি করার অভিযোগ করেছেন জেলেরা।

মেঘনা নদী থেকে বালু বোঝাই বলগেট সহ আসামী গ্রেফতার করে ফাঁড়িতে নিয়ে এসে আবার তাদের ছাড়িয়ে দিতে আসামিপক্ষের লোকজনের সাথে কন্টাক্ট করে।

গতকাল মেঘনা থেকে দুইজন আসামিসহ একটি বলগেট জব্দ করে পুলিশ। এ সময় হরিনা ঘাট নৌ পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল বলগেটের মালিক মানিকগঞ্জের নূরনবীকে ফোন করে । পরে এসআই সাইফুল এডভোকেট গোলাম মোস্তফার মোহরী আকাশকে নৌ পুলিশ ফাঁড়িতে ডেকে এনে তাকে আইনজীবী সাজিয়ে বলগেটের মালিক নুরনবীর সাথে কথা বলিয়ে দিয়ে বিকাশে ২০ হাজার টাকা নেয়। সেই টাকা মুহুরী আকাশ ও এসআই সাইফুল ভাগ বাটোয়ারা করে।

এই বিষয়ে বলগেটের মালিক নুর নবী জানান, এসআই সাইফুল মহরি আকাশকে আইনজীবী সাজিয়ে আসামিদের আদালত থেকে ছাড়িয়ে নিতে টাকা নেয়। কিন্তু টাকা নিলেও আসামিদের জামিনে বের করতে পারেনি। এভাবে এসআই সাইফুল আইনজীবীর মহরীর সাথে কন্টাক করে আসামিপক্ষের লোকজনদের কাছ থেকে টাকা নিয়ে ভাগবাটোয়ারা করে নেয়।

এই ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত এস আই সাইফুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানান।

এ বিষয়ে এসআই সাইফুলের কাছে জানতে চাইলে তিনি জানান,বলগেটসহ আসামী আটক করে নৌ ফাঁড়িতে আনার পর মোহরি আকাশ তাদের সাথে যোগাযোগ করে যা কিছু করেছে এ বিষয়ে জানা নেই।

এদিকে আবার এস আই সাইফুল মেঘনা নদী থেকে দুটি বলগেট সহ আসামি গ্রেফতার করে ফাঁড়িতে এনে একই কায়দায় সেই মোহরী আকাশকে খবর দিয়ে এনে আসামিপক্ষের সাথে কন্টাক করে মামলা দেয়। এভাবে নৌ পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আসামি আটক ও ছাড়ার বিষয়ে অনিয়ম করায় পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে ।

সম্পর্কিত খবর