শাহতলী কামিল মাদরাসায় ফাযিল পরীক্ষায় শতভাগ পাশ

চাঁদপুর খবর রির্পোট: ইসলামী আরবী বিশ্ববিদ্যাল এর অধীন চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসায় ফাযিল ২য় বর্ষে ২জন এ+ সহ শতভাগ পাশ করেছে।

গতকাল ১২জুন (বুধবার) সারাদেশে একযোগে ফাযিল পরীক্ষায় প্রকাশিত ফলাফল অনুযায়ী শাহতলী কামিল মাদরাসা থেকে ফাযিল পরীক্ষায় মোট ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন ৩৭জন পরীক্ষার্থী কৃতকার্য হয়। পাসের হার ১০০%। এর মধ্যে এ+ গ্রেড পেয়েছে ২জন, এ গ্রেড পেয়েছে ৮জন, এ- গ্রেড পেয়েছে ১২জন, বি গ্রেড পেয়েছে ৮জন, সি গ্রেড পেয়েছে ৭জন।

এদিকে, ফাযিল ২য় বর্ষে পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন সহ সকল শিক্ষকবৃন্দ।

সম্পর্কিত খবর