চাঁদপুর খবর রির্পোট: কচুয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলমকে চাপাতলী লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গতকাল ১২জুন (বুধবার) মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম।
অনুষ্ঠানে কচুয়া উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মাহবুব আলম কে চাপাতলী লতিফিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কড়ইয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর, ১২নং আশরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাওলা হেলাল মুন্সি, ৭নং ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান লিটন, ৩নং বিতারা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সোহাগ খান,কচুয়া উপজেলা ছাত্রলীগ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহাগ উদ্দিন , চাঁদপুর জেলা ছাত্রলীগ
সহ সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক, ৪নং ওয়ার্ড মিজানুর রহমান সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।