চাঁদপুরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার কল্যান্দী গ্রামে হিট স্ট্রোকে   মোঃ রুহুল আমিন  ভাট (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে।

গতকাল (২৮ এপ্রিল)  এপ্রিল মোঃ রুহুল আমিনভাট  প্রতিদিনের ন্যায় সদর উপজেলার  কল্যান্দী গ্রামের খালের পাড়ে কৃষি কাজ করতে গিয়ে সকাল  ১১.৩০টার দিকে  জমিতেই হিট স্ট্রোক করেন। তাৎক্ষণিক লোকজন তাকে  হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সদর হাসপাতালের ডাঃ মুনসুর জানান, হাসপাতালে মৃতবস্হায় আনা হয়। তার হার্টে সমস্যা ছিলো। যেহেতু মাঠে কাজ করছিলো এতে গরম থেকে হার্ট এ্যাটাক হতে পারে বলে জানান। এ ছাড়া কিছু বলতে পারছি না।

সে এলাকার লতিফ ভাট মেম্বারের ছেলে। তার ৩ ছেলে ১ মেয়ে রয়েছে। সে  একজন কৃষক ছিলেন। তার নিকটস্থ আত্মীয় স্বজনরা ধারনা করছেন, গরমের কারনে তিনি হার্টএ্যাটাক করেছেন।

তাঁরমৃতু ্যতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

সম্পর্কিত খবর