চাঁদপুর নৌ-থানা পুলিশের অভিযানে ১৩জেলে আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-থানা পুলিশের অভিযানে ১৫শ মিটার কারেন্ট জাল ১৪টি অবৈধ চায়না চাই ও ৫টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সহ ১৩জেলেকে আটক করা হয়েছে।

১৩মার্চ চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুপুর ইউপিস্থ মিনার বাজার খালের মুখ ও লালপুর নামক স্থান হতে ১। মো: শাহজালাল বন্দুকশী,  পিতা-মো: সিরাজ বন্দুকশী, সাং-রাজরাজেন্বর আশ্রয়কেন্দ্র, ২। মো: জাকারিয়া,  পিতা-মো: শাহজাহান, ৩। মো: সাগর, পিতা-মো: শাহজালাল, ৪। মো: আল আমিন,  পিতা- চানা উল্ল্যা, ৫। মো: শাহাদাৎ হোসেন, পিতা-মৃত জহির উদ্দিন, ৬। মো: আমিন উদ্দিন বেপারী, পিতা-মৃত মোজাম্মেল হক বেপরী ৭। মো: বাচ্চু মাঝি, পিতা-মৃত আব্দুর রশিদ মাঝি, ৮। আবুল পাইক, পিতা-মৃত হালেম পাইক, ৯। মো: সুমন হাওলাদার পিতা-মো: মান্নান হাওলাদার, ১০। মো: মান্নান হাওলাদার পিতা-মৃত ছব হাওলাদার, ১১। আলম প্রধান পিতা-মৃত নূর মোহাম্মদ প্রধান, ১২।  মো: খোকন গাজী, পিতা- মৃত শহিদুল্লাহ গাজী, ১৩। মো: নুরুল হক পিতা-মো: বাবুল সরদার সাং-লালপুর,  চাঁদপুর সদর, চাঁদপুর কে আটক করে নৌ থানা পুলিশ।

এ সময় আসামীদের কাছ ১৫শ মিটার কারেন্ট জাল, ১৪টি চায়না অবৈধ চাই ও ৫টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। গ্রেফতার কৃত আসামীদের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় ২টি নিয়মিত মামলা করা হয়।

সম্পর্কিত খবর