
চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের ৩য় ও শেষ দিনের ইভেন্ট সমূহ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) চাঁদপুর পুলিশ লাইন্স মাঠে কনস্টেবল পদে নিয়োগের ৩য় ও শেষ দিনের ইভেন্টে সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম-বার।
এদিন নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে ৩য় ও শেষ দিনের ইভেন্ট দৌড়, ড্র্যাগিং, রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পুলিশ সুপার মোঃ বদরুল আলম মোল্লা, লক্ষীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্)মোঃ হাসান মোস্তফা স্বপন, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, সহকারী পুলিশ সুপার।(মতলব সার্কেল) মোঃ খায়রুল কবীর, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ রিজওয়ান সাঈদ জিকু চাঁদপুর’সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।