শাহমাহমুদপুর ইউনিয়নের নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ফিরোজা বেগমকে সংবর্ধনা

চাঁদপুর খবর রির্পোট : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সপ্রাবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান নির্বাচনে গোপন ভোটে প্যানেল চেয়ারম্যান-২ নিবার্চিত হওয়ায় মহিলা মেম্বার ফিরোজা বেগমকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

গতকাল ১১মার্চ (সোমবার) বিদ্যালয় গোপন ভোটে প্যানেল চেয়ারম্যান-২ নিবার্চিত হওয়ায় মহিলা মেম্বার ফিরোজা বেগমকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: মজিবুর রহমান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

এসময় শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, শাহতলী জিলানী চিশতী কলেজের অধক্ষ মো: হারুন-অর রশিদ জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ২৯নং উত্তর শাহতলী জোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, রাঢ়ীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহম্মেদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল কাশেম কারী, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো: রুবেল কারী, ৪নং ওয়ার্ড কমিউিনিটি পুলিশের সহ-সভাপতি মোঃ নুরুজ্জামান মুন্সি, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মো: মোস্তফা মিজি (ভান্ডারী), বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা আয়েশা আক্তার, সহকারি শিক্ষিকা মোহসেনা আক্তার, সহকারি শিক্ষক মো: নজরুল ইসলাম মিজি, সহকারি শিক্ষিকা রুকাইয়া খাতুন, সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, অভিভাবক মো: হাসান মুন্সি সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর