রামপুরে সাবেক ইউপি সদস্য আবুল খায়ের বঙ্কু পাটওয়ারীর ইন্তেকাল

মাসুদ হোসেন : সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপু মনি এমপি’র একান্ত বিশ্বস্ত নেতা, চাঁদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য আবুল খায়ের বঙ্কু পাটওয়ারী (৭০) ইন্তেকাল করছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজীউন)।

গত রবিবার ১০ মার্চ দিবাগত রাত ১২টার সময় স্ট্রোক জনিত কারনে তিনি নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার (১১মার্চ) বাদ জোহর নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ছেলে ও ৩মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে যান। তার ইন্তেকালে দলীয় নেতৃবৃন্দ সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এদিকে চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী এবিএম রেজওয়ানের উপস্থাপনায় মরহুম আবুল খায়ের বঙ্কু পাটওয়ারী আত্মার মাগফেরাত কামনা ও রাজনৈতিক স্মৃতিচারণ করে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান,

সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা মোঃ শহিদুল ইসলাম, সাবেক সভাপতি জয়নাল আবেদীন মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন লিটু, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী,

সদর উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মনির ঢালী, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, রামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ পলাশ পাটওয়ারী, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু তাহের,

সাবেক ছাত্রনেতা শওকত হোসেন হিরু। উক্ত জানাজায় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণী পেশার লোকজন, এলাকার সুধীজন ও এলাকাবাসী অংশ গ্রহন করেন।

জানা যায়, আবুল খায়ের বঙ্কু পাটওয়ারী একজন সর্ব শ্রদ্ধীয় আওয়ামী লীগের রাজনৈতিক সংগঠক ছিলেন। তাকে ইউনিয়নসহ উপজেলার নেতাকর্মীর খুব ভালোবাসতেন। সমাজকল্যাণ মন্ত্রী ডা দীপু মনি এমপি’র রাজনৈতিক গুরু ছিলেন বলে জানা যায়।

 

সম্পর্কিত খবর