কারেন্টজাল নির্মূল করতে জেলা প্রশাসকদের চিঠি দেয়া হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

স্টাফ রিপোর্টার  : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মো. আব্দুর রহমান বলেছেন, নিষিদ্ধ কারেন্টজাল প্রশাসন যাতে সমূলে নির্মূল করে সে জন্য আমরা আমাদের কথা বলেছি। এখন আনুষ্ঠানিকভাবে এই সংশ্লিষ্ট জেলাগুলোর জেলা প্রশাসকদের আমরা চিঠি দিব। যাতে করে কারেন্টজাল বা অবৈধ জাল উৎপাদনের উৎস্যমূখ তা বন্ধ করে।

সোমবার (১১ মার্চ) দুপুরে চাঁদপুরের বড় স্টেশন মোলহেডে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদপ্তর আয়োজিত ১১ থেকে ১৭ মার্চ জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলের খাদ্যসহায়তা বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, যেখানে যৌক্তিক কারণ থাকে সেখানে মাননীয় প্রধানমন্ত্রী তার সাহায্যের হাত বাড়িয়ে দেন। এটি আমরা প্রধানমন্ত্রীর নিকট উপস্থাপন করবো। নিশ্চয় তিনি এটি বিবেচনা করবেন, যদি এটি যৌক্তিক দাবী হয়।

মন্ত্রী বলেন, সারাদেশের নৌপথগুলো ড্রেডিং করে সচল করার অঙ্গীকার তিনি বহুবার ব্যক্ত করেছেন। বিগত সময়ে তিনি বহু নৌ পথ খনন করেছেন। এবার প্রধানমন্ত্রীর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ্এই চাঁদপুরে কিভাবে নদীর গভীরতা বাড়ানো যায়, সে ব্যাপারে অবশ্যই অমরা তার দৃষ্টি আকর্ষণ করবো।

এ সময় সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মো. আলমগীরসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন ।

সম্পর্কিত খবর