চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর হাসপাতালে অজ্ঞাতনামা এ রোগী ভর্তি রয়েছেন। তার নাম ঠিকানা পাওয়া যায় না । তার শারিরীক অবস্থা আশংকাজনক ।
গতকাল শুক্রবার রাতে ফোনে দৈনিক চাঁদপুর খবরকে ভিষযটি নিশ্চিত করেছেন ব্রাক্ষণবাড়িয়ার এক পুলিশ কনষ্টেবল মফিজুল ইসলাম ইমন । আমার বাড়ী মতলব উত্তরের মোহনপুরে । তিনি সদর হাসপাতালের বিশেষ কাজে এসে এ অবস্থা দেখেন ।
তিনি নিজে উক্ত রোগীর ছবি পাঠিয়েছে । বিত্তবানদের তার সহযোগিতায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন পুলিশ কনষ্টেবল মফিজুল ইসলাম ইমন ।
গতকাল চাঁদপুর সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়। তার পরিবারের সন্ধ্যান পাওয়া যায়নি। তার পায়ে পচন ধরেছে। গন্ধের কারণে আশ্বে পাশ্বের রোগীরা থাকতে পারছে না ।
হাসপাতালের নার্সরা আন্তরিকভাবে উনার খোঁজখবর নিয়েছেন। খোজ নিয়ে জানা যায়,কাল রবিবার অজ্ঞাত ব্যক্তির অপারেশন করা হবে।