ফরক্কাবাদ কুমুরুয়া সূর্য রায় নন্দী সপ্রাবি পুরস্কার বিতরণ

স্টাফ রির্পোটার : চাঁদপুর সদর উপজেলার ঐতিহ্যবাহী ফরক্কাবাদ কুমুরুয়া সূর্য রায় নন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা,

পুরস্কার বিতরণী ও বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করায় খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে  ।

৮ মার্চ শুক্রবার বিকেলে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী।

এসময় তিনি বলেন, খেলাধুলার মধ্যে দিয়েও কিন্তু একটা দেশের সুনাম কুড়িয়ে আনা যায়।আমরা ইউনিয়ন থেকে জাতীয় পর্যায়ে গিয়েছি এটি অনেক গর্বের। শুধু তাই নয় আমরা জাতীয় পর্যায়ে ৪র্থ হয়েছি।এটা আমাদের জন্য অনেক অর্জন। আমার বিশ্বাস আমাদের যে শুভ যাত্রা শুরু হয়েছে তা আমরা অব্যাহত রাখবো।এবং আগামীতে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবোই হবো।

অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন সাবেক নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ,   সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল,  প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ) শাহ আলম সরকার,সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান।

বিদ্যালয়ের সভাপতি মোঃ হান্নান মিয়াজীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী মোঃ মহসিনের পরিচালনায় বক্তব্য শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

 

সম্পর্কিত খবর