চাঁদপুরে ঐতিহাসিক ৭ই মার্চ’ উদযাপন

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে  ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।

গতকাল ৭ মার্চ চাঁদপুর জেলায় ‘ঐতিহাসিক ৭ই মার্চ’ দিবস উদযাপন উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ প্রাঙ্গনে জেলা প্রশাসনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান।

পরে চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান এর সভাপতিত্বে চাঁদপুর শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমরান শাহারীয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক  একরামুল ছিদ্দিক, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ  রতন কুমার মজুমদার, চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক রজত শুভ্র সরকার, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, কালাচারাল অফিসারসহ সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ৭ মার্চ দুই কাঁধে গোটা দেশকে যেন সাথে নিয়ে রেসকোর্স ময়দানে হাজির হয়েছিলেন বঙ্গবন্ধু। ৭ মার্চের ভাষণের পর পর সত্যি সত্যি স্বাধীনতা সংগ্রামের কার্যক্রম শুরু হয়ে যায়। ভাষণের পর পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিমা শাসকগোষ্ঠী নিয়ন্ত্রণ পরে হারিয়ে ফেলে। সমগ্র দেশ বঙ্গবন্ধুর নির্দেশে পরিচালিত হতে থাকে। যার ফলে আজকে আমরা বহুল প্রতীক্ষিত স্বাধীনতা পেয়েছি।

সম্পর্কিত খবর