চাঁদপুর প্রেসক্লাবের শোক

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর পিতা মোঃ হাবিব উল্যাহ বেপারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছে চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।

৭ মার্চ বৃহস্পতিবার ভোর ৫ টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

তিনি ৪ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্তর পিতার মৃত্যুতে সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনসহ কার্যকরী পরিষদ ও সাধারণ সদস্যরা শোক জানিয়েছে।

তার বড় ছেলে অবসরপ্রাপ্ত সরকারি চাকুরিজীবী, দ্বিতীয় ছেলে এলাকায় ব্যবসায়ী, তৃতীয় ছেলে চাঁদপুর কোর্টের উকিল এবং চতুর্থ ছেলে চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি।

এদিকে ফরিদগঞ্জ উপজেলার ঘনিয়া মানুরী গ্রামে তার নিজ হাতে গড়া ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সামনে আছর নামাজের পরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

 

সম্পর্কিত খবর