
চাঁদপুর খবর রির্পোট: অনন্য সাধারণ পেশাদারিত্ব প্রদর্শনের জন্য তৃতীয় বারের মতো রাষ্ট্রীয় পুলিশ পদক পাওয়ায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার) কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
গতকাল ৭মার্চ (বৃহস্পতিবার) ভোলা ও চাঁদপুর জেলায় সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে পুলিশ বিভাগের কার্যক্রমে গতিশীলতা আনা, দক্ষতা বৃদ্ধি, উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন শাখায় দৃশ্যমান অবদান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধীকে আইনের আওতায় আনা, গণমূখী পুলিশী সেবা নিশ্চিত করাসহ পুলিশের বিভিন্ন ইউনিটের দায়িত্বে থেকে দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করায় পুলিশ সপ্তাহ ২০২৪ এ ‘রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)’ পদকে ভূষিত হয়েছেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (বার)।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি কর্তৃক চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা) কে তৃতীয় বারের মতো রাষ্ট্রীয় পুলিশ পদক ‘পিপিএম-সেবা’ প্রদান করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (রিভার) শ্রীমা চাকমা, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো:শেখ মুহসীন আলম, হাজীগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মো: আবদুর রশিদসহ পুলিশ সুপারের কার্যালয়, চাঁদপুর এর বিভিন্ন দপ্তর এর পক্ষ থেকে পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচছা জানানো হয়।
উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম পুলিশ বিভাগে গুরুত্বপূর্ন কাজের স্বীকৃতিস্বরুপ ইতিপুর্বে ২০১২ সালে ‘পিপিএম-সেবা’ এবং ২০১৯ সালে সর্বোচ্চ রাস্ট্রীয় পুলিশ পদক ‘বিপিএম’ লাভ করেন।