চাঁদপুরে হিলফী’র সহায়তায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুর ও আন্তর্জাতিক দাতা সংস্থা আন্ধেরী হিলফী, জার্মানী’র সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে প্রত্যন্ত অঞ্চলের ৬০টি সপ্রাবি’র ৬০জন সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকগণকে চোখের বিভিন্ন রোগ, প্রতিকার ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অতিথী হিসাবে উপস্থিত ছিলেন মোঃ হেদায়েত উল্যাহ, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোঃ মজিবুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), রাবেয়া আক্তার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ও মোঃ ইলিয়াছ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন হাসপতালের সিনিয়র পাবলিক রিলেশন অফিসার মোঃ আবু জাফর।

মাজহহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুরের চীফ কনসালটেন্ট ডাঃ মোঃ আনোয়ার হোসেন শেখ অত্যন্ত দক্ষতার সাথে উক্ত বিষয়বস্তুর উপর সামগ্রীক প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে সম্মানীত শিক্ষকবৃন্দের প্রশ্নোত্তর পর্ব ও প্রশিক্ষণ মূল্যায়ন করা হয়।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল, চাঁদপুরের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব মাজহারুল হক ভূঁইয়া সাহেবের সুযোগ্য উত্তরসূরী হাসপাতালের অবৈতনিক সাধারণ সম্পাদক জনাব এম. এ মাসুদ ভূঁইয়া।

প্রশিক্ষণ কার্যক্রমের পূর্বে হাসপাতালের কার্যক্রম ও সেবা সম্পর্কিত একটি পূর্ণাঙ্গ স্লাইড প্রেজেন্টেশন প্রদান করেন হাসপাতালের কো-অর্ডিনেটর জনাব ইঞ্জিঃ শামীম খান।

সম্পর্কিত খবর