চাঁদপুর নৌ-থানা পুলিশের অভিযানে ২৯শ মিটার কারেন্ট জালসহ ১৭ জেলে আটক

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর নৌ-থানা পুলিশের অভিযানে ২৩শ মিটার কারেন্ট জাল ও ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা ও ১১৫কেজি জাটকা সহ ১২জেলেকে আটক করা হয়েছে।

গতকাল ৬মার্চ চাঁদপুর সদর মডেল থানাধীন রাজরাজেস্বর ইউপিস্থ  শিলারচর ও চিরারচর নামক স্থান হতে  ১।নাজমুল হাসান( ২৩) পিতা-হানিফা মাঝি। ২।মোঃ আসলাম(২৫) পিতা-ইমান মাঝি।

৩।মোঃআব্দুর রশিদ(৫৮) পিতা-মৃত আবুল কাসেম। ৪।মোঃ সুজন(১৯) পিতা-শাহজাহান মেলকার। ৫।মোঃইউসুফ(২০) পিতা- ইসমাইল মোল্লা। ৬।মোঃ রুবেল মিজি (২৪) পিতা- শহিদুল্লাহ মিজি। ৭।মোঃমাসুম (২৩) পিতা-শহিদুল্লাহ মিজি। ৮।মোঃ জুয়েল মিজি (২৮) পিতা- শহিদুল্লাহ মিজি। ৯।হযরত বিল্লাল হোসেন(২২)

পিতা-মোঃ ইয়াসিন,  ১০।মোঃমোয়াজিব(২১) পিতা-জাহের আলী বেপারী। ১১।মাসুদুর রহমান (১৯) পিতা-ইসমাইল খালাসি। ১২।মাইনউদ্দিন(১৫) পিতা- স্বপন ফকির ১৩। মোঃহৃদয়(১৪) পিতাঃ সেকান্দর গাজী ১৪। মোঃ ফাহিম(১৫)পিতা-বাবুল, সর্ব সাং-বাহেরচর,  মোহনপুর ইউনিয়ন,  মতলব উত্তর, চাঁদপুর। ১৫। মমিন(১৫) পিতা-দুলাল শেখ। ১৬।হৃদয় (১৪), পিতা- সান উল্লাহ মোল্লা। ১৭।আল আমিন(১০) পিতা-খোরশেদ দেওয়ান, সর্বসাং-মধ্যম শ্রীরামদী,  পুরান বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর কে আটক করে চাঁদপুর নৌ-থানা পুলিশ।

এসময় আসামীদেরর কাছ ২৯শ মিটার কারেন্ট জাল, ৮৮কেজি জাটকা মাছ ও ২টি ইঞ্জিন চালিত কাঠের নৌকা জব্দ করা হয়। গ্রেফতার কৃত আসামীদের মধ্যে ১১জনের বিরুদ্ধে মৎস্য আইনে ২টি নিয়মিত মামলা করা হয়। ৬জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেখায় জিম্মায় প্রদান করা হয়। জব্দকৃত ইলিশ মাছ বিভিন্ন মাদরাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর