মহামায়া বাজারে নুরুল ইসলাম নাজিম দেওয়ানের গণসংযোগ

মাসুদ হোসেন : আসন্ন চাঁদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মহামায়া বাজারে গণসংযোগ করেছেন উক্ত পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

বুধবার (৬ মার্চ) বিকেলে উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে নিয়ে তিনি বাজারের ব্যবসায়ী, দলীয় নেতৃবৃন্দ ও জনসাধারণের সাথে শুভেচ্ছা বিনিময় করে নিজেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষনা দেন এবং দোয়া কামনা করেন।

উক্ত গণসংযোগে অংশগ্রহন করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, চাঁদপুর জেলা কৃষকলীগের সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী,

সাধারণ সম্পাদক মোঃ কামাল হাজী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ শামছুজ্জামান পাটওয়ারী, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাহান হাওলাদার সাজু, আবু নোমান পাটওয়ারী, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রভাষক মোঃ তাজুল ইসলাম হাওলাদার, সদস্য মিজান মিলিটারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, যুবলীগ নেতা কবির হোসেন, সাবেক ছাত্রনেতা রবিউল আলম রনি, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান তাজ, সাবেক সহ সভাপতি মেহেদী হাসান রাব্বি সহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর