গোপন ব্যালটের মাধ্যমে শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদে ৩জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

মাসুদ হোসেন : গোপন ব্যালটের মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৩জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত  হয়েছেন।

বুধবার (৬ মার্চ) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটোয়ারীর সভাপতিত্বে  ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন  ,হিসাব সহকারী মো:আবুল হোসেন এর সার্বিক পরিচালনায় নির্বাচন সম্পন্ন হয়।

নির্বাচনে ইউপি সদস্যদের প্রত্যক্ষ ভোটে গোপন ব্যালটের মাধ্যমে ৮ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ শাহাদাত হোসেন, ১০ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-২ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম ও প্যানেল চেয়ারম্যান-৩ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭নং ওয়ার্ড ইউপি সদস্য হাবিবুর রহমান।

মোট ১২জন ইউপি মেম্বার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার  প্রদান করেন  ।

নির্বাচিত প্যানেল চেয়ারম্যান শাহাদাত হোসেন বলেন, আজকের এই নির্বাচন প্রত্যেকের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে এবং আমাকে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেছে। আমি আমার উপর অর্পিত দায়িত্ব গুলো চেয়ারম্যানের দিকনির্দেশনায় পালন করার চেষ্টা করব। সবাই আমার জন্য দোয়া করবেন। আমাকে যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। এছাড়া নির্বাচিত অন্যান্য প্যানেল চেয়ারম্যানগণ তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু  ও ইউপি সচিব মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন  গতকাল দৈনিক চাঁদপুর খবরকে জানান , গোপন ব্যালটের মাধ্যমে ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৩জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত  হয়েছেন। মোট ১২জন ইউপি মেম্বার গোপন ব্যালটে তাদের ভোটাধিকার  প্রদান করেন  । আশা করছি নিবাচিত প্যানেল চেয়ারম্যানগন আগামী দিনে পরিষদের কাজে আরো বেশী ভূমিকা রাখবেন । জনেগনের সেবায় নিজেদের নিয়োজিত রাখবেন ।

অভিনন্দন

গোপন ব্যালটের মাধ্যমে মাধ্যমে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের ৩জন প্যানেল চেয়ারম্যান নির্বাচিত (ইউপি মেম্বার মোঃ শাহাদাত হোসেন, মহিলা ইউপি সদস্য ফিরোজা বেগম ও ইউপি মেম্বার হাবিবুর রহমান ) হওয়ায় প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান সোহেল রুশদী ।

সম্পর্কিত খবর