স্টাফ রিপোর্টার : বিআরডব্লিউটিপি-১ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর প্রকল্প সাইটের ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের ক্ষতিপূরণ ও পূনর্বাসন সহায়তা প্রদান চেক বিতরণ করা হয়েছে।
(সোমবার) ৪মার্চ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃক( বিআইডব্লিউটিএ ) এর আয়োজনে চাঁদপুর লঞ্চঘাট এরিয়া সংলগ্ন দারুল উলুম মাদ্রাসায় বিআরডব্লিউটিপি-১ শীর্ষক প্রকল্পের আওতায় চাঁদপুর প্রকল্প সাইটের ক্ষতিগ্রস্ত ব্যাক্তিদের ক্ষতিপূরণ ও পূনর্বাসন সহায়তা প্রদান অনুষ্ঠানে চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ৩৫টি পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়। চাঁদপুর আধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণে ভূমি অধিগ্রহণকৃত মোট ৩৫টি ক্ষতিগ্রস্ত পরিবার ও প্রতিষ্ঠানের মাঝে ১কোটি ২লক্ষ ১৭হাজার ২শত ৩২টাকার চেক বিতরণ করা হয়। বিশ্ব ব্যাঙ্কের সহায়তায় নির্মাণ হচ্ছে আধুনিক এই টার্মিনাল নির্মাণের কাজ। তবে, পুরো কাজটি শেষ হতে সময় লাগবে ২বছর। প্রকল্প পরিচালক(পিডি) আইয়ুব আলী’র দেওয়া তথ্যমতে, ২০২৫ সালের মধ্যে শেষ হবে এই কাজ। থাকছে সকল প্রকার আধুনিক সব সুযোগ সুবিধা।
এসময় উপস্থিত ছিলেন- বিআরডব্লিউটিপি-১ প্রকল্প পরিচালক -(পিডি) মোঃ আইয়ুব আলী , চাঁদপুর জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)- মোস্তাফিজুর রহমান , চাঁদপুর জেলা পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস) রাশেদুল হক, বি আই ডব্লিউটিএ কর্মকর্তা (ডিডি)- মোঃ শাহাদাত হোসেন, চাঁদপুর নৌ থানা পুলিশ ইন্সপেক্টর – কামরুজ্জামান , চাঁদপুর মডেল থানা ওসি (তদন্ত) রাজ্জাক , চাঁদপুর জেলা তথ্য অফিস কর্মকর্তা – অভিজিৎ রায়, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেল, কাউন্সিলর ৭নঙ ওয়ার্ড – মোঃ শফিকুল- সহ বিআইডব্লিউ এর অন্যান্য সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
(১ম পৃষ্ঠার ২কলাম )