স্টাফ রিপোর্টার : শাহরাস্তিতে আন্ত:জেলা গরু চোর চক্রের সক্রিয় ২ সদস্যসহ ৩ চোরকে আটক করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত উপজেলার মেহের স্টেশন এলাকা থেকে অভিযুক্তদের আটক করে পুলিশ । মঙ্গলবার আটককৃতদের পুলিশ চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আলমগীর হোসেনের নির্দেশে এসআই (নিঃ) মোঃ রোকন উদ্দিন, এসআই (নিঃ) জনি কান্তি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালায়।ওই সময় খাজা আহাম্মদ মাঈন উদ্দিন (৩০) নামে এক যুবককে পুলিশ আটক করে।
সে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সুদিয়া হাজী বাড়ীর আনোয়ার হোসেনের পুত্র।প্রাথমিক জিজ্ঞাসা বাদে অভিযুক্ত মাঈন জানায় সে আন্ত:জেলা গরু চোর চক্রের একজন সক্রিয় সদস্য।পরেপুলিশ অভিযুক্তচোরের বিরুদ্ধে একটি মামলা রুজু করে যার নং-০৩ তাং-০৫/০৩/২০২৪ ইং,ধারা-৪৫৭/৩৮০।
এদিকে সোমবার আরেকটি অভিযানে পুলিশ মেহের স্টেশন এলাকা থেকে ২ চোর চক্রের সদস্যকে আটক করে। আটকৃতরা হল,চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আকানিয়া নাছিরপুরের শাহজাহানের পুত্র মোঃ ওমর ফারুক (২৬),মনপুরা গ্রামের খন্দকার বাড়ির আব্দুল মান্নানের পুত্র মোঃ শাহাদাত হোসেন (৩২)। পুলিশ আটককৃতদের বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় একটি মামলার রুজু ছিল জানায়। যার নং-০৪, তাং-০৬/০২/২০২৪ইং,ধারা-৪৫৭/৩৮০।
এ প্রসঙ্গে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলমগীর হোসেন জানান, অভিযুক্ত সকল আসামীকে আইনের আওতায় আনা হবে। এছাড়া তিনি সকলের অবস্থান থেকে জানমালের নিরাপত্তায় পুলিশের পাশাপাশি আরো দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।