চাঁদপুর পৌরসভার মেয়র জুয়েলের পিতার ১ম মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েলের পিতা সাবেক ব্যাংকার ও বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আলহাজ্ব লুৎফুর রহমান এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

গতকাল ৫মার্চ (মঙ্গলবার) মরহুমের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম, দোয়া ও মিলাদ এবং কবর জিয়ারত করা হয়।

এদিন মরহুমের নিজ বাড়িস্থ রহমানিয়া জামে মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। পরে চাঁদপুর দারুসুন্নাত দ্বীনিয়া মাদরাসা সহ বিভিন্ন মাদরাসার ছাত্ররা কোরআন খতমে অংশ নেন।

দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন জেলা জমইয়াতে হিযবুল্লাহর সভাপতি এবং চেয়ারম্যান ঘাটা বায়তুল আমান জামে মসজিদের খতিব মাওলাসা মোহাম্মদ সাইফুদ্দিন খন্দকার।

মিলাদ কিয়াম পরিচালনা করেন চাঁদপুর দারুসুন্নাত ছালেহীয়া দীনিয়া মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মো: জুবায়ের।

মুনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ এইচ এম আহসান উল্ল্যাহ, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: হাসান আলী ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন মরহুমের ছেলে চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট জিল্লুর রহমান জুয়েল, কাউন্সিলর মো: সফিকুল ইসলাম, কাউন্সিলর অ্যাডভোকেট মো: কবির হোসেন চৌধুরী, বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, জেলা ইমাম মুয়াজ্জিন কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো: আবদুর রহমান গাজীসহ মুসল্লীগণ।

উল্লেখ্য, তিনি ২০২৩ সালের ৫মার্চ ভোরে বার্ধক্যজণিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ছেলে ও ৪মেয়া সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছে।

সম্পর্কিত খবর