চাঁদপুরে অসহায় রোগীর পাশে দাঁড়ালেন এম আই মমিন

চাঁদপুর খবর রিপোর্ট : চাঁদপুরে এক অসহায় রোগীর পাশে দাঁড়ালেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য জনদরদী এম আই মমিন ।

গতকাল ৫মার্চ রাতে দৈনিক চাঁদপুর খবর কার্যালয়ে চাঁদপুর শহরের কোড়ালিয়া রোডস্থ চোখের ছানি রোগে আক্রান্ত মো:নান্নু ঢালী পিতামৃত:ছেরু ঢালীকে আনুষ্ঠানিকভাবে চোখের চিকিৎসার জন্য ১০হাজার টাকা নগদ প্রদান করেন দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও প্রধান সম্পাদক এম আই মমিন ।

এ ব্যাপারে দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রধান সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য এম আই মমিন জানান, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে আনন্দ পাই । চোখের ছানি রোগে আক্রান্ত মো:নান্নু ঢালীর চোখের অপারেশনের জন্য ১০হাজার টাকা প্রদান করি । আশা করছি অপারেশনের পর মো:নান্নু ঢালীর আবার চোখে দেখতে পাবে । সবসময়ই সাধারন মানুষের সহযোগিতায় থাকতে চাই । সবার দোয়া চাই ।

চোখের ছানি রোগে আক্রান্ত মো:নান্নু ঢালী জানান,জনদরদী এম আই মমিন ভাই আমাকে চোখের অপারেশনের জন্য ১০হাজার টাকা প্রদান করেন । আমি কৃতজ্ঞতা জানাই ।

সম্পর্কিত খবর