শাহতলী কামিল মাদরাসায় নবাগত মুহাদ্দিস ইব্রাহিম খলিলের আনুষ্ঠানিক যোগদান

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর উপজেলার শতবছরের শাহতলী কামিল মাদরাসায় সরকারি বিধি মোতাবেক নিয়োগ প্রাপ্ত নবাগত মুহাদ্দিস মোহাম্মদ ইব্রাহিম খলিলের আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৪ র্মাচ  মাদরাসার শিক্ষক মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি মাদরাসা গভর্নিং বডির সহ-সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, এ মাদরাসা শত বছরের ঐতিহ্যবাহী দ্বীনি  মাদরাসা। আজকে যিনি মুহাদ্দিস মোহাম্মদ ইব্রাহিম খলিল পদে যোগদান করেছেন তিনি সরকারি বিধি মোতাবেক নিয়োগ পেয়েছেন।যিনি নিয়োগ পেয়েছেন আশা করছি তিনি অত্র মাদরাসার শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখবেন ।  আপনারা সকলে মাদরাসার সুনাম ধরে রাখতে হবে। এ মাদরাসাটি শিক্ষা বিস্তারে অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছেন।

এসময় আরো বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, নবাগত মুহাদ্দিস মোহাম্মদ ইব্রাহিম খলিল, সহকারি অধ্যাপক মো: কামাল উদ্দিন, সহকারি অধ্যাপক মাওলানা মো: কামাল হোসাইন।

এসময় উপস্থিত ছিলেন সহকারি অধাপক মোহাম্মদুল্লা, সহকারি অধ্যাপক মো: বেলায়েত হোসেন মিজি, মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান,

সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা জহিরুল হক, সহকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন,  আরবী প্রভাষক নাজির হোসেন, সহকারি শিক্ষক হাবিবুর রহমান, সহকারি শিক্ষক আনিসুর রহমান, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মো: শরীফ হাওলাদার, সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, অফিস সহকারি মো: রিয়াদ হোসেন, অফিস সহকারি মো: শরীফ খান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। তিনি বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

সম্পর্কিত খবর