রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের ২৫নং রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিকক্রীড়ানুষ্ঠান সম্পূর্ন্ন হয়েছে।

সোমবার বিকাল ৩টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ বাদশা খানের সভাপতিত্বে সহকারী শিক্ষক ইকবাল হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রেজ্জাক সিদ্দিকী, মোঃ রবিউল হোসেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, আশিকাটি ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন পাটওয়ারী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানছুর আহমেদ, আশিকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিল্লাল খান, বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম খান, মনিম খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হানিফ খান, জামাল প্রধানীয়া, মহিলা সদস্য সুমাইয়া বেগম, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জোহরা বেগম, তন্নী ভট্রাচার্য্য, মোঃ আব্দুল কাদের, হাছিনা আক্তার, দিলারা আক্তার, নাছিমা আক্তার, মাসুমা মরসালীন, নাছিমা আক্তার, তনু রানী হাজরা প্রমুখ।

 

সম্পর্কিত খবর