
স্টাফ রিপোটার ঃ চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নায়েরগাঁও উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান মোল্লা ও তাঁর লোকজনের বিরুদ্ধে এক ব্যক্তির জমির ফসল বিনষ্ট এবং সরকারি খালের মাটি বিক্রি করার অভিযোগ উঠেছে।
গত ৩ মার্চ রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেন হালিমা ইসলাম কবির নামে এক নারী।
হালিমা ইসলাম কবির নায়েরগাঁও উত্তর ইউনিয়নের নাউজান গ্রামের কৃষক কবির হোসেনের স্ত্রী।
লিখিত অভিযোগপত্রে হালিমা ইসলাম কবির উল্লেখ করেন, গত ১ মার্চ শুক্রবার নায়েরগাঁও উত্তর ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা ও তাঁর লোকজন রাতের অন্ধকারে বিধিবহির্ভূতভাবে গ্রামের একটি সরকারি খাল খনন করে সেখান থেকে মাটি বিক্রি করেন। খাল থেকে ওই মাটি উত্তোলন করে পাওয়ার ট্রলিভর্তি করে বিক্রি করার সময় খালটির পাশে অবস্থিত তাঁর একটি ভুট্টাখেতের ফসল ট্রলির চাপা পড়ে বিনষ্ট হয়। এতে তাঁর ৩০ হাজার টাকার ফসল ক্ষতি হয়।
তিনি আরও অভিযোগ করেন, বিষয়টির কারণ জানতে চেয়ে ওই ইউপির চেয়ারম্যানের কাছে গেলে তিনি তাঁর (হালিমা) ওপর চড়াও হন এবং প্রাণনাশের হুমকি দেন। এ ছাড়া ওই চেয়ারম্যান রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিয়ম লঙ্ঘন করে উপজেলার পেয়ারীখোলা এলাকার একটি জলাশয় জবরদখল করে সেখানকার মাটি বিক্রি করেন। এলাকায় বিদ্যুৎ-সংযোগ দেওয়ার কথা বলে স্থানীয় বেশ কিছু লোকের কাছ থেকে লাখ লাখ টাকা তুলে তা আত্মসাৎ করেন। এসব বিষয়ে কেউ কথা বললে ওই চেয়ারম্যান হুমকি-ধামকি দিয়ে থামিয়ে রাখেন। এলাকার লোকজন তাঁর ভয়ে মুখ খুলতে চান না। এসব বিষয়ে প্রতিকার চেয়ে ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ ব্যাপারে নায়েরগাঁও উত্তর ইউপির চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, নিয়ম মেনেই তিনি ওই খাল থেকে মাটি খনন করেন। খাল খনন করে মাটি অন্যত্র নেওয়ার সময় পাশের জমির কিছু ফসল নষ্ট হয়েছে। এটি স্বাভাবিক। জোর করে জলাশয় দখল, বিদ্যুৎ সংযোগের কথা বলে লোকজনের টাকা আত্মসাৎ এবং কাউকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ভিত্তিহীন। তাঁর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল শত্রুতা করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার জন্যই এসব করছেন।
ইউএনও ফাতিমা সুলতানা বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। ঘটনাস্থলে গিয়ে মাটি বিক্রিকারীদের এক লাখ টাকা জরিমানা করেন ও তিনটি পাওয়ার ট্রলি জব্দ করেন। অন্যান্য অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।