
মতলব প্রতিনিধি : মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের খননকৃত খালের মাটি বিক্রি করার অপরাধে অ’ভিযুক্ত এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও তিনিটি মাটি বহনকারী পাওয়ার ট্রলি ( ট্রাক্টার ) জব্দ করা হয় ।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা। সরজমিনে জানাযায় এলজিআরডির অর্থায়নে উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পশ্চিম নাউজান থেকে হোনাইরা বিল পর্যন্ত খাল খননের কাজ করছেন ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা । ওই খাল খননের মাটি এলাকার বিভিন্ন জনের কাছে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদের ভিক্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা । ওই সময় সরকারি মাটি বিক্রির দায়ে একজনকে এক লক্ষ টাকা জরিমানা ও মাটি বহনকারী তিনটি পাওয়ার ট্রলি জব্দ করা হয় ।
এলাকার একাধিক ব্যাক্তিরা জানান ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে সরকারি খাল খননের মাটি বিক্রি করে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা । এর আগেও তার বিরোদ্ধে ড্রেজার দিয়ে জলাশয়ের মাটি বিক্রির অভিযোগ রয়েছে ।
নির্বাহী কর্মকর্তা ফাতিমা সুলতানা বলেন খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে এক লক্ষ টাকা জরিমানা ও তিনটি পাওয়ার ট্রলি জব্দ করা হয়েছে । এবং জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।