স্টাফ রিপোর্টার : চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারে ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করায় দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রবিবার (৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই বাজারে তদারকি অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন।
তিনি বলেন, আজ ফরিদগঞ্জ বাজারে বিস্কুট ও কেকের মেয়াদ এর তারিখ না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, বাসি খাবার সংরক্ষণ করার দায়ে সেন্টার পয়েন্ট নামে প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় আনন্দ পোল্ট্রি মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। ভোক্তার অধিকার রক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।