স্টাফ রিপোর্টারঃ আসন্ন পবিত্র রমজান মাসে পাইকারি ও খুচরা পর্যায়ে নিত্যপন্যের মূল্য স্থিতিশীল ও যৌক্তিক পর্যায়ে রাখার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম।
গতকাল ২ মার্চ দুপুর ১২ টায় চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার কার্যালয়ে অনুষ্টিত মতবিনিময় সভায় সভাপ্রধানের বক্তব্যে চেম্বার প্রেসিডেন্ট জাহাঙ্গীর আখন্দ সেলিম ব্যবসায়ীদের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে বলেন চাঁদপুর চেম্বার সারা দেশে চাঁদপুর চেম্বারের একটি সুনাম রয়েছে। আমরা শুধু ব্যবসায়ই করি না,
সামাজিক, সেবামূলক কাজের সাথেও চেম্বার প্রত্যক্ষ, পরোক্ষভাবে কাজ করে আসছে। আর তা সম্ভব হচ্ছে ব্যবসায়ীদের আন্তরিকতার জন্য, আমরা এই সুনাম সকল ক্ষেত্রেই ধরে রাখতে চেস্টা করব। তিনি বলেন রমজান বা রোজা আসলেই ব্যবসায়ীদের নামে একটি গুজব উঠে, তারা সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফা অর্জনে লিপ্ত হয়। আমরা এই গুজব থেকে দুরে থাকতে চেস্টা করব। তিনি প্রতিটি ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন আমি মনে করি আপনারা সকল ব্যবসায়ীগনই নীতি আদর্শ মেনে ব্যবসা করেন, তারপরও আপনাদের প্রতি অনুরোধ থাকবে রমজান মাসে আপনারা নিয়ম মেনেই নিত্য প্রয়োজনীয় পণ্য আমদানী করবেন,
বাজারে নিত্য প্রয়োজনীয় পন্যর সংকট হতে পারে এমন কার্যক্রম থেকে দুরে থাকবেন এবং আখেরাতের কথা লক্ষ রেখে মানুষের কল্যানে যৎসামান্য লাভে ব্যবসা করতে চেস্টা করবেন। তিনি আরো বলেন চাঁদপুর আমদানী নির্ভর মোকাম, চাইলেই আমরা অধিক দামে পণ্য বিক্রি করতে পারি না এবং গুদামজাত করার ও সুযোগ থাকে না। তিনি রমজানকে কেন্দ্র করে যাতে প্রশাসন বা বাজার নিয়ন্ত্রণ সংস্থা এবং সাধারন মানুষ যাতে বলতে না পারে, চাঁদপুরের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পন্যর দাম বৃদ্ধি করেছে। তিনি বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দের মাঝে বক্তব্য রাখেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চেম্বার পরিচালক ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, চেম্বার পরিচালক নাজমুল আলম পাটোয়ারী।
চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহার সঞ্চালনায় ব্যবসায়ী নেতৃবৃন্দের মাঝে আরো বক্তব্য রাখেন চাঁদপুর লবন মিলস মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, চাঁদপুর বেকারি মালিক সমিতির সভাপতি এস এম জয়নাল আবেদীন, ভোজ্য তেল ব্যবসায়ী সুবল পোদ্দার, চাঁদপুর রেস্তোরায় মালিক সমিতির সাধারন সম্পাদক মাসুদ আখন্দ, বিপনীবাগ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল মাঝি, পাইকারি আলু পেয়াজ ব্যবসায়ী দুলাল কাজী প্রমুখ।
ব্যবসায়ীদের মাঝে কেউ কেউ ক্ষোভ প্রকাশ করে বলেন অনেক সময় মোবাইল কোর্টের নামে আমরা হয়রানির শিকার হই, দেখা যায় জেলা ম্যাজিস্ট্রেটের অধীন সহ ভোক্তা অধিকারের নেতৃত্বেও মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। সন্মানিত ম্যাজিস্ট্রেটগন জরিমান করতে গিয়ে বড় ছোট ব্যবসার ধরন দেখেন না, এমনভাবে জরিমানা করেন যে, তার দেওয়ার ক্ষমতা বা পূজিঁ কতটা আছে তা উনারা চিন্তা করেন না।
নেতৃবৃন্দের মাঝে এইসময় উপস্থিত ছিলেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মাঈনুল ইসলাম কিশোর, চাউল ব্যবসায়ী সমিতির সহ সভাপতি শম্ভুনাথ সাহা ডাইল ব্যবসায়ী প্রমোদ কুমার দাস, সুতা ব্যবসায়ী সমিতির নেতা অতিন্দ্র সাহা, তিমির নাহা, সবুজ কুমার পোদ্দার চেম্বার অব কমার্সের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল প্রমুখ।
চেম্বার প্রেসিডেন্ট সকলধরনের পন্য ক্রয় বিক্রয়ে মেমো প্রদানসহ বাজার মূল্য তালিকা ব্যবসা প্রতিষ্টানের দৃশমান স্থানে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।