
মো: রানা সরকার: চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব হামানকর্দ্দি গ্রামের হাজী হাবিবুল্লাহ খান বাড়ি নির্বাসী মরহুম হাজী হাবিবুল্লাহ খান এর নাতি ও মো: আসাদ উল্ল্যাহ খানের বড় ছেলে অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো: জাকির খান ইন্তেকাল করেছেন। (ইন্না….রাজিউন)।
২মার্চ (শনিবার) রাত সাড়ে ১১টায় ঢাকা মুগদা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৬৫ বছর। তিনি মৃত্যুকালে পিতা, স্ত্রী ২ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল ৩মার্চ (রবিবার) বাদ আসর মরহুমের প্রথম জানাজা নামাজ খান বাড়ি জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রথম জানাযার নামাজে ইমামতি করেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া। রাত সাড়ে ১১টায় মরহুমের ২য় জানাযার নামাজ মরহুমের নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। দু-দফা জানাযা শেষে মরহুমকে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের জানাযার নামাজের পূর্বে শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শাহতলী কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইয়াছিন মিয়া, স্বাস্থ্য সহকারি মো: শাহ আলম, মরহুমের বড় ছেলে মো: মেহেদী হাসান খান।
এসময় মরহুমের জানাযার নামাজে অংশ গ্রহন করেন শাহতলী কামিল মাদরাসা সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ, সহকারি শিক্ষক মো: বাহাউদ্দিন, ৯নং ওয়ার্ডের মেম্বার মো: ফারুক সরকার,
বিশিষ্ট ব্যবসায়ী মো: মুকবুল তপদার, বিশিষ্ট সমাজসেবক হাফেজ মো: জাকির হোসেন তপদার, বিশিষ্ট সমাজসেবক মো: জহিরুল হক লালু মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো: মিলন সরকার, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো: নুরুজ্জামান মুন্সি,
শাহতলী কামিল মাদরাসার ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: দিদার হোসেন মিজি, স্থানীয় মো: রেজাউল করিম খান, বিশিষ্ট ব্যবসায়ী মো: রতন সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মো: হোসেন সরকার, মরহুমের চাচা মো: মালেক খান, শাহতলী বাজারের ফার্নিচার ব্যবসায়ী মো: নুরুল ইসলাম মিজি,
জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: গিয়াস উদ্দিন, মরহুমের ভাতিজা জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রবিউল খান, মরহুমের ভাতিজা সোস্যাল ইসলামী ব্যাংক বাবুরহাট শাখার কর্মকর্তা মো: শোয়েব খান, শাহতলী কামিল মাদরাসার হিসাব রক্ষক মো: শরীফুর রহমান খান, বিশিষ্ট সমাজসেবক মো: নুরুল হক মুন্সি, স্বেবেচ্ছাসেবক লীগ নেতা মো: কাকন সরকার, ছাত্রললীগ নেতা মো: রাশেদ সরকার,
পূর্ব শাহতলী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা শাহাদাত হোসেন, মরহুমের পিতা মো: আসাদ উল্ল্যাহ, শাহতলী কামিল মাদরাসার কম্পিউটার অপারেটর মো: শরীফ।খান, মরহুমের ছোট ছেলে জাহিদুল ইসলাম খান।
খোঁজ নিয়ে জানা যায়, তিনি দীঘর্দিন ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় ইন্তেকাল করেন।
শোক প্রকাশ
এদিকে, মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।