স্টাফ রির্পোটার : চাঁদপুর সরকারি কলেজের সাবেক ভিপি জেলা যুবদলের সাবেক সেক্রেটারী ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না….. রাজিউন)।
২২ জানুয়ারি সোমবার ঢাকার একটি প্রাইভেট হসপিটালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহত কাজী গোলাম মোস্তফার ছোট ভাই জানান, আমার ভাই ২টা ৩০ মিনিটের সময় উনার ঢাকার বাসায় অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে নিকটবর্তী একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।আজ সকাল ১০ টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে প্রথম জানাজা ও আমাদের গ্রামের বাড়ি তরপুচন্ডী ইউনিয়নে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।