সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোঃ ইসমাইলঃ নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে চাঁদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

পত্রিকাটি ২৫ বছর পেরিয়ে ২৬ বছরে পদার্পণ উপলক্ষে রবিবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর শহরের শহীদ মুক্তিযোদ্ধা সড়কের রেলওয়ে ফিডার রোডের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এ্যাড. বিনয় ভূষণ মজুমদার।

সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার প্রধান সম্পাদক এমরান হোসেন রাজনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ। এসময় তিনি তার বক্তব্যে বলেন, দেশের সাংবাদিকগোষ্ঠী সমাজের প্রধান দর্পণ, একমাত্র সাংবাদিকদের লেখনীর মাধ্যমেই সমাজের অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, দূর্নীতি ইত্যাদি বিভিন্ন বিষয় জনসম্মুখে উপস্থাপিত হয়ে থাকে। সততা ও নিষ্ঠার মাধ্যমে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করবে এটাই আমাদের প্রত্যাশা। ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার জন্য অফুরান শুভকামনা রইলো।

সভাপতির বক্তব্যে পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এ্যাড. বিনয় ভূষণ মজুমদার বলেন, ১৯৯৮ সালে সাপ্তাহিক হিসেবে এই পত্রিকাটির আত্মপ্রকাশ ঘটে। দীর্ঘ এই সময়ে পত্রিকাটির প্রকাশনা অব্যাহত রাখা কঠিন হলেও আগামীতে এটি দৈনিকে প্রকাশ করার জন্য কাজ চলছে। পত্রিকার পাঠক ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় সাপ্তাহিক দিবাচিত্র এগিয়ে যাবে আরো বহুদূর।

পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিগার সুলতানা, চাঁদপুর অযাচক আশ্রমের অধ্যক্ষ ভ্রক্ষ্মণচারী সরূপ, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা বাসুদেব মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মহিউদ্দিন রাসেল। এছাড়াও বিভিন্ন ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সাপ্তাহিক দিবাচিত্র পত্রিকার পক্ষ থেকে উপস্থিত সবাইকে নতুন বছরের ক্যালেন্ডার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এর আগে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন জীবনদীপের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর