প্রবীণ রাজনীতিবিদ আব্দুল করিম পাটওয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুরের সর্বজন শ্রদ্ধেয়, প্রবীণ রাজনীতিবিদ মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

মহান ভাষা আন্দোলনের সংগঠক, ১৯৭১ সনের যুদ্ধকালীন সংগ্রাম পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি, স্বাধীনতাত্তোর চাঁদপুর মহকুমার অস্থায়ী প্রশাসক ও প্রধান বিচারক, গণপরিষদ সদস্য এবং চাঁদপুর পৌরসভার ২ বারের সফল চেয়ারম্যান মরহুম আব্দুল করিম পাটওয়ারীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ২১ জানুয়ারি রোববার পারিবারিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে বাদ আছর তালতলা পাটোয়ারী বাড়ি জামে মসজিদে, বাদ জোহর বাসস্ট্যান্ডস্থ মসজিদে গোর-এ-গরিবায়, বাবুরহাট শিশু পরিবারে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়া পূর্বক মরহুমের জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আবু নঈম পাটওয়ারী দুলালের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড রুহুল আমিন, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত।

বক্তারা বলেন, মরহুম আব্দুল করিম পাটওয়ারী একজন সৎ আদর্শবাদ ও ন্যায়পরায়ণ মানুষ ছিলেন। এ জন্য চাঁদপুরের সকল মানুষ তাকে দলমত নির্বিশেষে শ্রদ্ধা করতেন। মরহুম আব্দুল করিম পাটওয়ারী রাজনীতির অঙ্গনে একজন অনুকরণীয় মানুষ ছিলেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করি। তার মত সুযোগ্য লোক আর আসবে কিনা জানি না। বর্তমানে আমরা যারা রাজনীতি করি, তার জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। মরহুম আব্দুল করিম পাটওয়ারীর জীবন আদর্শ পেতে হলে তার জীবনী থেকে শিক্ষা নিতে হবে। তিনি সব সময় জনগণের পাশে থাকতেন। তার কাছে কোনো দল মত ছিলোনা। তিনি সবার জন্যে কাজ করেছেন।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের, যুগ্ম সম্পাদক অ্যাড, জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. রুহুল আমিন সরকার, উপদেষ্টা এস এম সালাউদ্দিন, কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, হাজীগঞ্জ পৌর মেয়র মাহাবুবুল আলম লিপন, সদস্য অ্যাড, বদিউজ্জামান কিরন, চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাবের সভাপতি আবদুর রহমান, শাহরাস্তি উপজেলা আ.লীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু,

সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার, হাজীগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান এম এ কুদ্দুস, জেলা গণফোরাম সভাপতি অ্যাড. সেলিম আকবর, জেলা আওয়ামীলীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ইয়াকুব আলী মাস্টার, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ছিদ্দিকুর রহমান ঢালী, জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।

এছাড়াও মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ছেলে কামাল পাটওয়ারী, আবু নাছের বাচ্চু পাটওয়ারী, মাসুম পাটওয়ারী ও মাসুদ পাটওয়ারী উপস্থিত ছিলেন।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদে ইমাম মাওলানা আব্দুস ছালাম।

প্রসঙ্গত, মরহুম আব্দুল করিম পাটওয়ারীর ২০০০ সালের এই দিনে ভোর ৬টা ৩৫ মিনিটে চাঁদপুর শহরের তালতলাস্থ নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিনই বিকেল ৫টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুরে স্মরণাতীতকালের বিশাল জানাজা শেষে পাটোয়ারী বাড়ি জামে মসজিদের দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়।

সম্পর্কিত খবর