সমির ভট্টাচার্য্য ঃ মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাবেক বাবুল ষ্টুডিও বর্তমান স্বপ্ন ফ্যাশনের স্বত্বাধিকারী বাবুল ভট্টাচার্য্যের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে ।
২০ জানুয়ারী শনিবার মতলব বাজাররস্থ কালী বাড়ী মন্দিরে বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় ।
উক্ত অনুষ্ঠানের শ্রাদ্ধকার্য সম্পন্ন করেন তার বড় ছেলে সুজন ভট্টাচার্য্য । অনুষ্ঠানে পুরহিতের দায়িত্ব পালন করেন সাধন ভট্টাচার্য ।
এ সময় উপস্হিত ছিলেন স্বর্গীয় বালুল ভট্টাচার্য্যের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, বীর মুক্তিযোদ্ধা রতন চক্রবর্তী, সাংবাদিক সমীর ভট্রাচার্য্য, শ্যামল ভট্টাচার্য্য,জীবন চক্রবর্তী, কাকন ভট্টাচার্য্য প্রমুখ । অনুষ্ঠানে তার ছেলে সুষন ভট্টাচার্য্য ও রুপন ভট্টাচার্য্য সকলের কাছে স্বর্গীয় পিতার আত্মার শান্তি ও আশির্বাদ কামনা করেন।