স্টাফ রিপোর্টারঃ টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রী সভায় তাজুল ইসলাম পুনরায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যান ট্রাষ্ট এর সদস্য সচিব এবং ৮নং বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল এর পক্ষ থেকে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।এসময় উপস্থিত ছিলো বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও মেম্বার কল্যান ট্রাষ্ট এর চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (ইউ,পি) ড.মোহাম্মদ শের আলী ও সচিব গোলাম মোস্তফা ফটিক প্রমুখ।