তরপুরচন্ডী ইউনিয়নের নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জনগণের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠুভাবে দ্বাদশ সংসদ নির্বাচন হয়েছে। ৭ জানুয়ারির নির্বাচনের কথা ইতিহাসে ‘স্বর্ণাক্ষরে’ লেখা থাকবে। আর যারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই, তাদের নেতাকর্মীরা এখন হতাশায় ভোগে।

২০’শে জানুয়ারি শনিবার তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দর উদ্যোগে ইউনিয়নের ভোটার, জনপ্রতিনিধি ও শুভাকাঙ্খীদের সাথে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডাঃ দীপু মনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। এদেশকে বিশ্বের মধ্যে রোল মডেল তৈরি করেছেন। দেশের সর্বস্তরের জনগণের সার্বিক কল্যাণে তিনি কাজ করেছেন।

নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, “অত্যন্ত কঠোরভাবে শৃঙ্খলা রক্ষা করে তারাই নির্বাচন অনুষ্ঠিত করেছেন। সুশৃংখল নির্বাচন অনুষ্ঠান করার জন্য আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, প্রশাসন, নির্বাচন পরিচালনার সাথে যারা জড়িত, সকলকে আমার আন্তরিক অভিনন্দন। “এ ধরনের চমৎকার নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলকে অভিনন্দন জানাই। বাংলাদেশের ইতিহাসে এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জি এম শামীমের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর খান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা কৃষকলীগের আহ্বায়ক আজিজ খান বাদল, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. হুমায়ুন কবির সুমন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আরশাদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক আজমির, সদর উপজেলা যুবলীগের সদস্য শাহজাহান মোল্লা, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হানিফ মজুমদার, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সোবহান চুন্নু বেপারী, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্র কমিটির যুগ্ম আহ্বায়ক এরশ্বাদ কাজী, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক জাকির হোসেন রনি প্রমুখ।

এসময় জেলা আওয়ামীলীগের উপ দপ্তর সম্পাদক পিপি অ্যাড.রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, তরপুরচন্ডী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লতিফ বিশ্বাস, সহ-সভাপতি আবুল মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম শেখ, প্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা ও মানব মানব সম্পাদক সাইফুদ্দিন তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মান্নান কাজী, জেলা যুবলীগের সদস্য জাহাঙ্গীর হোসেন বেপারী, জিয়াউল আমিন দিপু, পৌর যুবলীগের সদস্য সাখাওয়াত হোসেন পলাশ, নিতাই চন্দ্র, দাস, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি শাহীন আরাফাত, সাধারণ সম্পাদক আল হেলাল ইনু, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম শান্ত উপস্থিত ছিলেন।

এসময় তরপুরচন্ডী ইউনিয়নের ৯’টি ওয়ার্ডের নির্বাচনী কমিটির সকল নেতাকর্মীরা ফুলেল শুভেচছা প্রধান করেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ দীপু মনি এমপি’কে।

সম্পর্কিত খবর