চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিক নির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসীন আলম এর তত্ত্বাবধানে সদর থানার এসআই (নিঃ) মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযানে ১,৫৬০ পিস ইয়াবাসহ ১মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়েছে।
গতকাল ১৯জানুয়ারী রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানাধীন ১৩নং পৌর ওয়ার্ডস্থ ওয়ারলেস মোড় সংলগ্ন ট্রাফিক পুলিশ বক্সের সামনে পাকা রাস্তার উপর হতে মাদক ব্যবসায়ী মোঃ খোকন মিজি(৫২) কে গ্রেফতার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ খোকন মিজি(৫২)। এসময় তার সাথে থাকা শাপিং ব্যাগ তল্লাশী করে ১৫৬০ পিস ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ৪লক্ষ ৬৮হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবন কারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা ইয়াবা বিক্রয় করে আসছে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং-৩২, তারিখ- ১৯ /০১/২০২৪খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক)।
চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজ কে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ চাঁদপুর সদর মডেল থানা। মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।