চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে প্রীতিভোজ অনুষ্ঠিত

চাঁদপুর খবর রির্পোট: চাঁদপুর সদর মডেল থানার আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখায় পুলিশ সদস্যদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে।

১৮জানুয়ারী প্রীতিভোজ অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও অংশগ্রহন করেন চাঁদপুর পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম।

প্রীতিভোজ শেষে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম থানার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি অফিসার ও ফোর্সদের সুবিধা-অসুবিধার কথা শোনেন এবং সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন।

অনুষ্ঠানে চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম কে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলম।

এ সময় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: শেখ মুহসিন আলম সহ সদর থানার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর