সাইদ হোসেন অপু চৌধুরী : চাঁদপুর-৩ আসনের সাংসদ ও সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নারীরা একই সঙ্গে অনেক রকমের কাজ করার সক্ষমতা রাখে। তাঁদের এসব গুণ সংসারের পাশাপাশি দেশের উন্নয়নে অর্থনৈতিক কর্মকাণ্ডেও কাজে লাগানো যেতে পারে।
পৃথিবীতে এমন কিছু নেই যেটা নারী ছাড়া হয়। নারীদের জড়তার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। নারীদের হাত ধরে এগিয়ে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এখন আমাদের কাজটা করে যেতে হবে। নারীদের প্রযুক্তি শিখতে হবে। নারীকে তার যোগ্যাতায় নিজের জায়গা করে নিতে হবে।
শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে চাঁদপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে মাসব্যাপী উদ্যমী নারী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ডাঃ দীপু মনি বলেন, চাঁদপুরের মেয়েরা বহুকাল আগে থেকেই শিক্ষা-সাহিত্য-সাংস্কৃতিতে এগিয়ে ছিল। এখনও দেশে-বিদেশে চাঁদপুরের মেয়েরা তাদের কর্মদীপ্ত আলো ছড়াচ্ছে। গত কয়েক বছরে চাঁদপুরে অসংখ্য নারী উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। চাঁদপুর উইমেন চেম্বারের আয়োজনে মেলাটি নারীদের প্রেরণা দিতে একটি মহৎ উদ্যোগ।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন ‘প্রত্যেক নারীকে স্বাবলম্বী করে তুলতে তাঁর চেষ্টা বা ইচ্ছেটাই বড় ব্যাপার। কারণ, নারীদের নিজস্ব একটা জগৎ রয়েছে। আমরা চাই সব নারী ঘরের পুরুষদের সহযোহিতা নিয়ে নিজ সংসার, সন্তান ও দেশের জন্য এগিয়ে আসবে। এ জন্য সরকারও রয়েছে তাঁদের সব ধরনের সহায়তা দিতে। আজকে আমাদের শিক্ষাব্যবস্থা থেকে শুরু করে নারীদের আত্মকর্মসংস্থানে সব রকমের ব্যবস্থা রয়েছে। যাতে প্রতিটি নারী দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখতে পারে।’
ডাঃ দীপু মনি বলেন, পৃথিবীতে এমন কিছু নেই যেটা নারী ছাড়া হয়। নারীদের জড়তার জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে। নারীকে তার যোগ্যাতায় নিজের জায়গা করে নিতে হবে।
নারী পুরুষের সমান অংশগ্রহণে একটি সুন্দর সমাজ গড়ে ওঠে। পৃথিবীতে যা কিছু সুন্দর অর্জন, তার পেছনে নারীদের সমান অংশগ্রহণ রয়েছে।
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনিরা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম।
চাঁদপুর উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মেম্বার কবিতা সাহার পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক জেসমিন আক্তার।
এ সময়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার চাঁদপুর সদর সার্কেল ইয়াসির আরাফাত, চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম সালাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, অ্যাড মজিবুর রহমান ভূঁইয়া, উপ দপ্তর সম্পাদক অ্যাড.রনজিত রায় চৌধুরী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া,
চাঁদপুর প্রেসক্লাব সভাপতি শাহাদাত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান সুমন, ডিআই ওয়ান মনিরুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েতউল্লাহ শ্রাবণ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, পৌর কাউন্সিলর সফিকুল ইসলাম, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড হুমায়ুন কবির সুমন, জেলা পরিষদের সদস্য আয়েশা রহমান লিলি, চাঁদপুর জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন উপস্থিত ছিলেন।
মাসব্যাপী এই মেলায় ৪২ টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।